হৃদয় কাঁদে, প্রান কাঁদে,
আজ কাঁদে মোর তনুমন,
জন্মভূমি ফেলে এসে  বুঝি এখন,  
হারায়েছি আমি কি ধন।


যৌবনের শক্তি দম্ভ শুধুই রম্ভ,
যদি সবাই বুঝতাম আগে;
তাহা হলে বৃদ্ধ বয়সে এই দুঃখ,
আসিত কি দহনের কাজে ?


অতি মূর্খ মোরা চেতনাহীন
            সেই চেতন শক্তি কই?
যখন বোঝার ছিল মোদের,
             বুঝলাম না তো ঐ।


আজ যাবার বেলায় দুঃখ করে,
         দুই নয়নে অশ্রু ঝরে,
মায়ের পায়ে আছড়ে পরে
          স্মৃতিটাকে আঁকড়ে ধরে,
                 সেই যাতনা সই
        আমরা কেমনে ভালো রই?


১০ ই ফাল্গুন, ১৪২৬,
ইং  ২৩/০২/২০২০,
রবিবার সকাল ৯:৩০। ৯৩৩, ০২/০৩/২০২০।