আমরা কেন ভাববো না?
তোমার ব্যথায় জাগবো না?
           তুমি তো আমাদেরই একজন।


তুমিও মানুষ, আমরাও মানুষ,
তোমার ব্যথা আমাদের ব্যথা,
      সবই যে একই কথা,
     তবে কেন তোমার কথা শুনবো না?


আজ না হয় তুমি দূরে আছো,
যদি কাল সকালে কাছে আসো,
তখন তোমার সাথে আমরা কথা বলবো না?


তোমার রক্ত, আমার রক্ত,
সমাজটাকে করবে শক্ত,
    এই ভাবনা কেন আমরা ভাববো না?
আমরা মানুষ, সবাই মিলে,
ভাল কাজে জীবন দিলে,
    প্রজন্মান্তর সেই ধারাটা রইবে না?
    আমরা কেন সবার কথা ভাববো না?


২৮শে জ্যৈষ্ঠ, ১৪২৫,
ইং ১২/০৬/২০১৮,
মঙ্গলবার, ভোর ৮টা।  548 dtd 08/08/2018.