ধণতন্ত্র সাম্যবাদ সবাই সমান
যার যেমন তেমন কামান।
মানুষে মানুষে বিভেদ কোথায়?
সবাই সমান ওই প্রাণের ব্যথায়।
       দেখ মৃত্যুতে সমতা আছে।
         শুধু এই প্রকৃতির কাছে।


আমরা মানুষ বুঝলাম কই?
বোঝার যে মনটাই নেই।
নিজেকে নিয়েই আছি বেঁচে,
মানবতার মান যাচ্ছে নিচে।


ভালোবাসা ছাড়া বন্ধু ছাড়া
মরুতীর্থে আজ সবাই দাঁড়া।
কবে ফিরবে চেতনা সবার?
সবাই ভাবে হবে যা হবার।
এ যে কঠিন মহামারী,
ব্যক্তিস্বার্থ সবাই ভারী।


এভাবে কি জীবন চলে?
তাই জীবন পথ কঠিন বলে।
মিলেমিশে সমান হলে,
সাম্যবাদ তাকে বলে।
তবেই জন্ম-মৃত্যু হবে সুখের,
ভাবনা কেটে যাবে পরম দুঃখের।


২৫শে মাঘ, ১৪২৬,
ইং  ০৯/০২/২০২০,
রবিবার বিকেল ৫টা। ৯২৬, ২৪/০২/২০২০