আমরা মানুষ? প্রশ্ন জাগে,
মানবতার কথা বলি।
লাল গোলাপ গুলো ছিড়ে ফেলি গাছ হতে,
আমরা একটু ও কষ্ট পাই না তাতে।
রক্তে রাঙা হাতগুলো, দেখাই মোরা গর্ব করে।
মোদের শক্তি মোদের বিবেক,
ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, রাখছি ধরে।


শান্তির বারতা মনের সুখে,
পাঠাই মোরা দেশ-বিদেশে।
রক্ত হোলির ভীষণ খেলা,
খেলতে গিয়ে যায় যে বেলা,
রক্ত রাগে উঠছে জেগে,
অস্ত বেলায় সূর্যটা যে।


ওই নিশানা দেখি না তো,
কাছের মানুষ হয় যে হত;
বিবেক বুদ্ধি মানবতা,
দিনে দিনে হচ্ছে গত।


হিংস্র শ্বাপদসংকুল এই জগতে,
কঠিন লড়াই জীবের তরে,
তাইতো বলি সত্যের পরে,
মানব চিত্ত দাঁড়াক ঘুরে।


১১ই ফাল্গুন, ১৪২৫,
ইং ২৪/০২/২০১৯,
সোমবার সকাল ৯টা। ৬৮৬ তাং ২২/০৩/২০১৯।