আমরা যাত্রী জীবন পথের,
অভীষ্টের পথে ছুটে চলেছি অহর্নিশ,
অজানা স্রষ্টা কে করিয়া কুর্নিশ।


জন্মের পরই কেঁদেছি দিনরাত,
দেখেছি চক্ষু মেলিয়া মৃত্যুর হাতছানি,
অথৈ সাগরে মিলেছে অথৈ পানি।


এই দীর্ঘ যাত্রাপথে----
বৈচিত্রময় মন ভুলানো কত কী যে আছে,
এই সকল, সবই কি হেথায় হয়ে যাবে মিছে?


ছুটেতেছে কেহ ভয় পেয়ে মৃত্যুরে,
অন্ধকারে চক্ষু মুদিয়া অন্ধবিশ্বাসে,
পার হতে হবে অথৈ সাগর যেন এক নিঃশ্বাসে ।


মোদের দেখার সময় কই?
জীবনের আলো মুছে যাবে বুঝি,
বলো-ক্ষুদ্র এ জীবনে,  কেমনে চিত্তে চেতনা লই?


কেউ ছুটেছে পশ্চাৎ ফিরে,
ভাবে দেখা তো হলো না কিছু,
জীবনের এই সুন্দর পথ কেন হলো এত উঁচু নিচু?


জীবন সুন্দর অতি সুন্দর,
কঠিন সুন্দরে ঘেরা জীবনের এই গেহ,
মনের বাসনা হয়তো আসেনা তবু পেয়ে যায় বুঝি কেহ।


দেও গো  ভাসায়ে জীবনের তরি,
এই কঠিন স্রোতের মাঝে
হাসিতে খেলিতে পৌঁছে যাবে জীবনের সেই সাঁঝে।


৩ যা জ্যৈষ্ঠ,১৪২৬,
ইং  ১৮/০৫/২০১৯,
শনিবার, বিকেল তিনটা। ৬৯৯তাং ১৮/০৫/২০১৯।