চেতনা আনুক অচেতনের চেতনা
সৃষ্টির দায় তাই;
আমরা যে মানুষ মানবতা ছেড়ে
বলো কোথায় যাই?


মানুষের মঙ্গল মানুষই ভাবে
ঐ সূক্ষ্ম দৃষ্টিকোণে;
নিজের কথা ভাবে না যারা
তাঁরাই ঊর্ধ্বে টানে।


পশ্চাতে ফিরে যাওয়া মানে
সেই ধ্বংসের নামান্তর;
ওই মনুষ্যত্বকে ধ্বংস করতে
কাঁদিবে না অন্তর?


ধর্মান্ধরা শুধুই অতীতকে খোঁজে
ভবিষ্যৎ তাঁদের শূন্য;
নিজের স্বার্থে গোষ্ঠী স্বার্থে
কাজটাকেই ভাবে পুন্য।


মন্দির মসজিদ নিয়েই ব্যস্ত
ভাবেনা মানুষের কথা;
ঈশ্বরের নামে শপথ করে
বোঝেনা মানুষের ব্যথা।


শ্রেণী সংঘাত ওরাই ঘটায়
মানুষে মানুষে বিভেদ;
দেশকে ধ্বংস এরাই করে
কেমন স্বচ্ছ সফেদ?


২৯ শে কার্তিক, ১৪২৯,
ইং ১৬/১১/২০২২,
বুধবার বিকেল ৩:৩২। ২৮২৯,  ১৭/১১/২০২২।