স্মৃতি রোমন্থনে বাল্য সখারা সব ভিড় করে আসে;
একাকী নিরব নিরালায় বক্ষ আনন্দ অশ্রুতে ভাসে।


বাল্য সখারা কেউ আজ কাছে  নাই,
স্মৃতি নিয়ে মর্মে মর্মে আমি মরে যাই।
কেমনে আনন্দ দুঃখের বোঝা ভাগ করে নেব,
এই কঠিন দুঃখের দিনে ছোট ছোট আনন্দ টুকু কারে আমি দেব?


যাদের ছাড়া জীবনটা ভাবা যেত না,
ভাবি এই বৃদ্ধ বয়সে জীবনের ওঠা নামা,
জীবনের ঘূর্ণিপাকে তাদের ছেড়ে পড়ে আছি দূর বহুদূরে;
অবুঝ হৃদয় মোর আজও পেতে চায় তাদের ফিরে।


অগাত স্মৃতি সম্ভার রয়েছে পশ্চাতে;
ঘুরে ঘুরে মন চলে যায় তাতে।
যৌবনের আনন্দ হেথা আর নাই;
নিঃশেষিত সব তাহা কেমনে ফিরে আমি পাই?
পাওয়ার আশাটা আজও বড় হয়ে ওঠে;
তাই বুঝি এত দুঃখ হারানোর জ্বালা নিয়ে জোটে।


৩০ শে চৈত্র, ১৪২৫,
ইং ১৪ এপ্রিল, ২০১৯,
রবিবার, সকাল ১০টা। ৬৯১ তারিখ ১৮/০৪/২০১৯।