বুদ্ধিজীবী জ্ঞান রবি, কিরণ ছড়ায়,
জ্ঞানের আলোতে ধরা, আলোকিত হয়।
জীব ধর্ম বুদ্ধিদাতা, সৎ পথে চলে,
সতত উৎস খনি, জ্ঞানী তাঁরে বলে।
অজ্ঞানী মানুষ জন, তাঁরে গুরু মানে,
গুরুর দর্শিত পথ, ধ্রুব বলে জানে।
বুদ্ধিজীবী অর্থলোভে, যদি বিক্রি হয়,
জ্ঞান, বিদ্যা, সকলি যে, মূল্যটা হারায়।


অর্থতে মেলেনা জ্ঞান, অপার্থীব তো সে,
সেই প্রভা আলো দেয়, জীবন তুল্য যে।
মিথ্যা পথ, সত্য পথ, দেখান যে তিনি,
তাই তাঁরে, ধরণীতে, বুদ্ধিজীবী মানি।
পথ দ্রষ্টা, পথ স্রষ্টা, তুমি যে পথিক,
মূল্যে যায়না পাওয়া, অর্থের অধিক।


২৬ শে ভাদ্র, ১৪২৭,
ইং ১২/০৯/২০২০,
শনিবার সকাল ৬:০৪। ১১২৮,  ১৩/০৯/২০২০।