আমি বাইব তরী গাইব গান
        ভরা এই সাগরে।
জানি উঠবে ঝড় দুলবে তরী,
        বৈঠা খানি জড়িয়ে ধরি,
      সুরের মাঝে থাকবো ডুবে,
      উচ্ছল এই তরঙ্গ মাঝে।


তোমার দেওয়া সকল ব্যথা,
     নেব বুকে আপন করে,
      আমার চলার পথে।


সব আশা, সব ভরসা,
থাকবে আমার তাহার পরে,
যে আমারে পাঠিয়েছে এই ধরাতে।


যে দেখালো, যে চেনালো,
    অন্ধকারে এমন আলো,
ভয় কি আমার,  জীবন তরী
            বাইছে সে যে।


আঁধার আলো, আলো আঁধার,
       সবই যে সৃষ্টি তাহার,
সব ছেড়েছি তাহার হাতে;
জীবনের এই আঁধার রাতে।


৪ ঠা জৈষ্ঠ্য, ১৪২৭,
ইং ১৮/০৫/২০২০,
সোমবার সকাল ৮:২৭। ১০১০, ১৮/০৫/২০২০।