কবি তুমি নও-শুধুই প্রেমী,  
তুমি হবে অনাগতর বিধাতা,
তুমিই দাঁড়াবে তাঁদের পাশে,
       নতুনের হাতে মশাল দানি।


অনাগতরা আছে বসে-
চেয়ে তোমার পথ পানে,
গর্ব ভরে উচ্চ করি শির,
      অন্তরে নেবে তোমার বাণী।  

তুমি তাদের শ্রেষ্ঠ দাতা,
তুমি হবে মাতা, পিতা,
পথের দিশা দেবে তাদের,
    আনবে তাদের আলোর পথে টানি।      


মিথ্যাচারের স্বপ্নের ঘোরে,
               যেন তাঁরা ডুবে না যায়;
এ যে বন্ধু একান্তই-
             তোমার ব্যক্তিসত্তার দায়।


তুমি হবে ধ্রুবতারা,
  সৈন্য তোমার সঙ্গী যারা;
         হইওনা আত্মহারা এমন দিনে।  


তুমি নও তোমার তুমি,
          তুমি হবে অন্তর্যামী,
                        অনাগতর কাছে।


শোনাও তোমার কল্যান বারতা,  
   মানুষে মানুষে আনুক সমতা,
                   হে অনাগতর বিধাতা।  


২রা মাঘ, ১৪২৪,
ইং ১৬/০১/২০১৮