অনন্ত ভালোবাসা, জীবনের আশা,
জীবন রেখে যায় মনের ধোঁয়াশা।
কঠিন ভাবনার জাল বুনি মনে মনে,
আবেগে ভরে মন শুধু দিনে দিনে।
জন্ম-মৃত্যু ভবিষ্যৎ কে করিবে রোধ,
আজন্ম লড়াই করে হলো না সে বোধ।


অবোধ আমরা সবে,
স্মৃতিগুলো পড়ে রবে,
                           কঠিন মায়ার জালে;
জীবনের এমন ধারা,
ক্রমে ক্রমে হবে হারা,
                           চলে যাবে দলে দলে।


তবুও ভালো মন্দ,
নিতে চাই সব ছন্দ,
                    জীবনের বাকি দিনগুলো;
দীনের পরশ আনি,
অন্তর সাজায় ধনী,
                      প্রেমেতে সবকিছু ভোলো।


আনন্দে উঠুক রব,
দৈন্যতা ভুলে সব,
                       ত্যজিয়া সেই মৃত্যুর ভয়;
নিজ স্বার্থ সব ছাড়ি,
একদিন দেব পাড়ি,
               ভালোবাসার ঐদিন হবে জয়।


২১ শে পৌষ, ১৪২৬,
ইং ০৭/০১/২০২০,
মঙ্গলবার বেলা ১২:৩০। ৮৮০,  ০৯/০১/২০২০।