যতই জানিবে তুমি,
ততোই টানিবে তোমায়,
           অনন্তের পানে;
মনে হবে তাই,
জানি না কিছুই,
           জীবনের মানে।


জ্ঞাত বাড়াবে অজ্ঞাত,
এক হবে শত শত,
              ক্ষুদ্রই বৃহত্তর;
ছুটিবে মনের টানে,
জানা-অজানার বাণে,
          পাশ্চাত্যের পানে।


আছি মোরা বেশ,
কোথা কার দেশ?
              কোথা পরিশেষ;
কে দেবে বলে?
অজানা পথে চলে,
              হবেনা যে শেষ।


দেখি নতুনের ছড়াছড়ি,
ক্ষুদ্র সীমায় বাড়াবাড়ি,
               ভূখণ্ডে, ভূখণ্ড;
চিত্ত চেতনার জালে,
অনন্ত সংগীতের তালে,
              ঘেরা ব্রহ্মাণ্ড।


১০ ই আশ্বিন, ১৪২৭,
ইং ২৭/০৯/২০২০,
রবিবার সকাল ৭:০৪। ১১৪৪, ২৯/০৯/২০২০।