যেদিকে তাকাই শুধু দেখি অনন্তের ছবি,
গন্ধর্ব, কিন্নর, নর, আর প্রভাতের রবি।
সবাই উজ্জ্বল তারা, প্রভাতের প্রথম ভাগে,
অস্ত বেলায় ঢাকে সব সেই রক্তিম রাগে।
তারপর অন্ধকারে জীবনের সকলই মিলায়
ঐ সেই পুরুষ আর প্রকৃতির অমোঘ খেলায়।
আসা-যাওয়ার কঠিন দোলায় কেটে যায় বেলা,
উথালপাথাল সাগরে ভাসাই মোদের জীবন ভেলা।
দিক নাই, কুল নাই, শুধুই ভেসে চলা,
ভাসতে ভাসতে কোথায় যাব ভাবো এই বেলা।
স্বার্থ নিয়ে হানাহানি, আপন পরের টানাটানি,
কত দেখলে, কত শিখলে, হলোনাতো জানাজানি।
ছোট্ট জীবন ছোট্ট তরি ঢেউ লেগে দুলছে ভারী,
কখন ডুববে এই সাগরে তবু স্বার্থের নেশায় আমরা মরি।
কাম, কামনা, ইন্দ্রিয়রা দেখো চেয়ে ক্ষণিক তরে
আলো থেকে অন্ধকারে নিয়ে যাচ্ছে ওই তোমারে।
কোন চিহ্ন থাকবে না আর দিনটা যাবে হয়ে আঁধার,
আপন বলে যাদের ভাবো ডাকলে যে আর শুনবে নাকো।
তাই যে বলি সত্য ধরি আপন পরের বিভেদ ছাড়ি,
অনন্তের এই আকাশ তলে দাঁড়াও ঘুরে অহম ভুলি।


২৭ শে কার্তিক,১৪২৭,
ইং ১৩/১১/২০২০,
শুক্রবার বেলা ৩:৩৬। ১১৯৮, ২৩/১১/২০২০।