ধরায় অন্ধবিশ্বাস যারা করে,
তারাই দেখি আজ ভক্ত;
ঈশ্বর রূপি ওই অন্ধকারের,
আছে কি সত্যিই কোন তথ্য?


দুই, তিন হাজার বছরের মতবাদ,
আমরা রেখেছি বুকে ধরে;
সেই বিশ্বাসে বিশ্বাসী মোরা
চলমান যুগে বাঁচবো কেমন করে?


প্রকৃতিতে ঘটে নিত্য পরিবর্তন,
আর মানুষ যদি থাকে দাঁড়ায়ে ;
সত্যিই হবে কি কোন বিবর্তন,
শুধুই ঐ ঈশ্বরের নাম ভাঁড়ায়ে'?


আল্লাহ, ভগবান, গড, কোথায় তারা?
ভক্তের ডাকে কেন আজ দেয় না সাড়া?
তাদের পায়ে মাথা ঠুকে আমরা বলি,
বাঁচাও মোদের সামনে এ ঘোর কলি।


মরছে দেখো হাজার হাজার, লাখ লাখ,
ভক্ত যারা এবার তোমরা দেখে শেখো।
অণুতে অণুতে মিলনের ফলে জীবন সৃষ্টি,
শক্তির শেষে মৃত্যু আসে, একটু দেওনা দৃষ্টি।


২রা শ্রাবণ, ১৪২৭,
ইং ১৮/০৭/২০২০,
শনিবার রাত ১২:২০।