আলোর পিছনে অন্ধকার,
              প্রকৃতিতে  থাকবে চিরদিন,
দিনের শেষে আঁধার নামে,
                  তখন বুঝি আলোর ঋণ।


অন্ধ মোরা এই অন্ধকারে,
                হৃদ আকাশে ঝিলিক মারে,
চেতনার আলো বুঝিয়ে দেয়,
                 কোথায় তুমি দাঁড়িয়ে ওরে!


ঐ আকাশজোড়া আলোর ধারা,
                   আমরা খুঁজে হই যে হারা,
আজ চক্ষু মেলে তাকাও সবে,
              ভালোর খোঁজে আছো যারা।


অন্ধকূপে থাকবো না আর,
               ডাকছে মোদের ঐ যে বাহার।
জাগ্রত চেতন চিত্তে যাব ছুটে,
                    ভালোবেসে রূপ যে তাঁহার।


তবে আর কেন ভাই গোমড়া মুখে,
                           ছুটব মোরা মনের সুখে,
ভুলেই যাব হার মানা হার,
                      জীবনের ওই সকল দুঃখে।


২০শে কার্তিক, ১৪২৭,
ইং ০৬/১১/২০২০,
শুক্রবার সন্ধ্যা ৫:৫০। ১১৮৭, ১১/১১/২০২০।