তুমি আমারে তোমার বাঁধনে,
         বেঁধে ফেলেছ ওগো বন্ধু;
আমি বুঝতে পারিনা কেমনে-
        হব পার উত্তাল এই সিন্ধু।


আঁধার ঘেরা পথ যে আমার,
          দেখতে পাই না কিছু;
অন্ধত্ব নিয়ে ছুটেই চলেছি,
           অজানার পিছু পিছু।


তাই-
ভাসায়ে দিলাম জীবন তরী,
           গভীর সাগর জলে;
জানিনা তরী যাবে কি ডুবে,
          সাগরের অতল তলে?


কোথায় তোমারে-পাবো কি করে?
          একবার বলে দাও;
জীবন তরীর হাল ধর তুমি,
         আঁধারে পথ দেখাও।


২৭শে কার্তিক,১৪২৪,
ইং ১৪/১১/২০১৭,
মঙ্গলবার, সকাল ৯টা।