আমরা সবাই অমানুষ ভাই,
              তাই তো ভোটের পথে রাজি;
ভোট ছাড়া যে মেলে না কাজ,
            জীবন দিয়ে ধরি মোরা বাজি।


রক্ত দেব, জীবন নেব,
নাহলে খাবার পয়সা মিলবে না গো;
ওদের সিংহাসন বেঁচে থাকলে,
তবেই উচ্ছিষ্ট খাবার মিলবে মাগো।


অন্যায় থেকে ন্যায়ের পথে,
চলবো মোরা কাহার সাথে।
                কোথায় পাব নেতাজিকে?
                  তাকাবে সে সবার দিকে।
উঠবে জেগে মুক্তির আশা;
দেবে মোদের সেই ভরসা।


ভাইয়ের রক্ত ভাইয়ের জীবন,
            ভাই কভু আর নেবে না;
বুক চিতিয়ে দাঁড়াবো মোরা,
         আমরা আর ভয় পাবো না।


দেশের কথা জাতির কথা,
           আপন করে ভাববে যে জন;
তাহার স্বার্থে, সবার স্বার্থে,
            আমরা সবাই করবো রণ।


সময় বুঝি এসে গেছে,
                ন্যায়ের জন্য লড়তে হবে;
সকল অন্যায়কে ধ্বংস করে,
                   দেশের মাটি মুক্ত হবে।


২৯ শে কার্তিক ১৪২৫,
ইং ১৬/১১/২০১৮,,
শুক্রবার, ভোর ৫টা।