অন্ত্যমিলের ছড়া ভালো,
সহজ-সরল সূর্যের আলো।
প্রভাত আলোয় পাখির কুজন,
চলতে পথে পাই কি সুজন?
যা পেয়েছি ছোট্ট বেলায়,
তাহাই আজও প্রাণ ভুলায়।
সেই সবুজ ঘেরা ছোট্ট গ্রাম,
জীবন ঝড়ে সব হারালাম।
বন্ধুবান্ধব কোথায় গেল,
ঝড়ের বেগে পথ হারালো।
কেউবা গেল দেশ দেশান্তর,
জীবন পথের সেই যে মন্তর।
কেউ পেল সঠিক দিশা,
কারো জীবনে শুধুই নিশা।
জীবন একটা ছড়ার মত,
হেথায় হাসি-কান্না সুখ যত।
অন্ত্যমিলের ব্যাঘাত হলে,
তাকে ছন্নছাড়া জীবন বলে।
যখন জন্ম মৃত্যুর কথা আসে,
চোখে তখন অন্তমিলটা ভাসে।


২রা শ্রাবণ, ১৪২৭,
ইং  ১৮/০৭/২০২০,
শনিবার সকাল ৯:২০। ১০৭৭, ২৪/০৭/২০২০।