পাহাড়ে পাহাড়ে ঝর্ণাধারার,
          সুর উঠেছে;
সুরের তালে আপন ছেড়ে,
      যাবে চলে-বহুদূরে।


বাঁধন ছেড়া আপনহারার,
  বুকের মাঝে ঢেউ লেগেছে;
আজ সবাই উতল- উতরানে,
  উতরাই, উতরোলে উত্তাল।

কথার কথা শুধুই ব্যথা,
     থাকুক তারা পশ্চাতে।


এগিয়ে যাওয়ার সেই বাসনা,
    চলার পথে নাইরে মানা;
তাই তো পথে চলতে হবে,
            আপন মনে।

ঈশান ছেড়ে নৈঋতেরই-
            পথ ধরেছে;
আপন ছেড়ে পরের খোঁজে,
       ঘূর্নিপাকে ঘর ছেড়েছে।


১৫ই আশ্বিন, ১৪২৪,
ইং ০২/১০/২০১৭,
সোমবার সকাল ৬টা।