এই জগতে আপন কে?
আপন বলি তারে,
আত্মায় আত্মায় মিলেমিশে
থাকে যে জন ওরে।


ধর্ম বিচারে আপন হয় না,
আপন হতে গেলে,
যে প্রাণ দিয়া প্রাণ বাঁচায়,
বুকে আগলে রাখে।


জগতে এই ধর্ম, ওই ধর্ম,
ধর্ম বলি তারে;
মানুষ হয়ে মানুষের জন্য
প্রাণ দিতে পারে।


দেখি ভাইয়ে ভাইয়ে ভাগাভাগি,
আবার ধর্মের কথা বলে;
এরাই ব্যক্তিস্বার্থে গোষ্ঠীস্বার্থ,
দেশ আর জাতিকে ছলে।


ভাইয়ের ক্ষোভে ভাই মরে,
তবে বাঁচবে কেমন করে?
রাতের পরে দিন আসে,
ভাই চলে যায় দূরে।


দেখ বিধর্মীর রক্তে ধর্ম বাঁচে,
নিজের ভাইয়ের রক্তে নয়;
এমন আপন কি প্রয়োজন,
তারে কেমনে আপন কয়?


গড, খোদা, ভগবান, যিহোভাহ,
বলো-কি পার্থক্য সবে?
শুধুই স্বার্থের দাস আমরা সবাই,
আর আপন হবো কবে?


১৭ ই কার্তিক, ১৪২৭,
ইং ০৩/১১/২০২০,
মঙ্গলবার, বিকেল ৪টা। ১১৮২, ০৬/১১/২০২০।