আমার চোখে দেখা রূপের বর্ননা,
অন্যের চোখে কখনও হবে না।


আমি মজেছি, আমি ডুবেছি,
            কমলে কামিনী দেখে;
নাই কিছু আর নিয়েছি সে ভার,
              পূজার মন্ত্র শিখে।

প্রেমের পূজারিণী প্রেম দিয়েছে,
           বেঁধেছি প্রেমের ডোরে;
আহা কি যে সুখ নাই কোন দুখ,
           আপন করেছি তাঁরে।


গোলাপের কাঁটা বিঁধেছে হাতে,
              শেখেনি মন্ত্র সে;
বৃন্তচ্যুত সৌরভ মাখা গোলাপ,
              আপন করে নে।


২রা বৈশাখ, ১৪২৫,
ইং ১৬/০৪/২০১৮
সোমবার, ভোর ৬.১৫মিঃ। ৫২৭ তাং ১৪/০৭/২০১৮।