আর বার ফিরে এলো-বরষন মুখর আর একটা বিষণ্ণ শ্রাবণ, বাঙলার জীবনে। স্মরণ করিয়ে দিতে বিশ্বের রবি ছিল একদিন এই আমাদের ভুবনে নব জ্যোতিষ্কের মত; যার প্রভাবে আলোকিত হলো প্রাসাদোপম ঘরবাড়ি থেকে পর্ণ কুঠির যত। সেই আলোর প্রভা ছিল না ক্ষণপ্রভার মত। জীবনের প্রভাত বেলা থেকে আজও মিশে আছে গোধূলিলগ্নে অস্তাচলের মনোহর সেই আলো আঁধারির সন্ধ্যা রাতের রূপের সাথে। সে ছিল, সে আছে, হাসিকান্নার সাথে মিশে প্রতি ক্ষণে আমাদের জীবনের সাথে; দু-বাহু বাড়ায়ে বাঙলার দ্বারে, চিরভাস্বর হয়ে। চাইলে ও যাবেনা ভোলা, সে যে প্রান খোলা, হৃদয়হরা, পাগলপরা জাগে হৃদয় দহনে, আনন্দ ভুবনে, আপন গগনে, নব সৃষ্টির মননে। বাঙলার আকাশে বাতাসে মিশে আছে কবি গুরু, মোদের রবি, ভূবণডাঙ্গার শেষ অবধি। বলতে মোদের হয় না ভ্রান্তি, কবি রবি মোদের মনের আনন্দ, প্রাণের আরাম, আত্মার শান্তি।


৫ই শ্রাবন, ১৪২৪,
ইং ২২/০৭/২০১৭,
শনিবার, ভোর ৮টা।