নিজের জন্য ভাবা সহজ,
পরের জন্য কঠিন;
কৃচ্ছসাধন করলে পরে,
আসবে তবে সুদিন।


সেই সুদিনের অপেক্ষায়,
আমরা আছি বসে;
জগৎজুড়ে সকল মানুষ,
যেন একদিন হাসে।


এই হাসির জন্য কান্না ঝড়ায়,
জগতের কত লোক;
আর কত প্রাণ করলো দান,
ত্যাগী সকল ভোগ।


নিজের হাসির চাইতে বেশি
পরের হাসির সুখ;
অন্যের মুখের হাসি ছাড়া,
লাগে বুকে দুখ।


সবাই মিলে হাসতে পারলে,
হাসির মূল্য বেশি;
সেই হাসিটা দেখার জন্য,
আমরা ভালোবাসি।


সবার জন্য ভালোবাসা,
ছড়িয়ে পড়ুক ধরায়;
মানুষ যেন পরের জন্য,
নিজের রক্ত ঝরায়।


আপন-পর থাকবে না আর
সবাই আপন জন;
ভালোবাসায় ডুবে থাকুক,
এই মানুষের মন।


পরের দুঃখ আপন করে,
আমরা হব মানুষ;
হিংসা দ্বেষ দূর করে,
উড়াব প্রাণের ফানুস।


১৪ ই ভাদ্র, ১৪২৭,
ইং ৩১/০৮/২০২০,
সোমবার সকাল ৯:৪৯।   ১১৪৮,  ০৩/১০/২০২০।