আশা করি পাই কি মোরা,
পরের দিনের প্রভাতবেলা?
পাওয়ার আশায় মেতে উঠি,
হয়তো দেখব মেঘের খেলা।


পাওয়ার ভাবনায় আনন্দ বেশী
পেয়ে ও আনন্দ নাই;
যা পেয়েছি অতি ক্ষুদ্র ভাবি
কোন আকারে আশার ঠাই?


আমাদের সীমানাহীন পাওয়ার আশা,
তাই পাওয়ায় তৃপ্তি নাই;
আজকে যারে বড় ভাবলাম
কাল হয়ে যায় ছোট তাই।


ছোটর মূল্য দেই কি মোরা?
ছোট থাকে পাশে পড়ে;
আশা আমার অনেক বড়,
যদিও থাকি কুঁড়েঘরে।


ছোট্ট দিয়ে সবার শুরু
আশা প্রাণের আসল গুরু;
আশায় চাষা বুক বাঁধে;
অনেক বোঝা তাঁর কাঁধে।


ইং ১০/০৭/২০২১,
শনিবার রাত ১১:৪৬। ১৩৭৪, ১১/০৭/২০২১