যে যেখানে আছো তোমরা
সবাই থেকো ভালো
লকডাউনের এই সময়ে
একটু কষ্ট করে চলো।


কাজ নাই বেকার সবাই
ক্ষুন্নিবৃত্তি করছি মোরা রোজ;
দেশের শাসক ঘরে বসে,
মহানন্দে সারছে ভুরিভোজ।


দেশের সম্পদ বিক্রি করে,
শোনায় আষাঢ়ে গল্প কথা;
নিত্য নূতন ছাঁটাই হচ্ছে,
কে বুঝবে কর্মহীনের ব্যথা?


অর্থনীতির কি মূল্য রইলো?
সব দিয়ে জলাঞ্জলি;
কি সুখ নিয়ে থাকবে বলো,
ঐ সেই রাণী পাঞ্চালি?


মনের কথা, প্রাণের কথা,
শুধুই সান্ত্বনাতে রবে;
আর নিত্যনূতন গল্প শুনবো,
মনে শান্তি পাবো কবে?


দেশের স্বার্থ, জাতির স্বার্থ,
আজ ধুলাতে লুটায়;
ব্যক্তিস্বার্থ, আর গোষ্ঠীস্বার্থ,
রথের ঘোড়া ছুটায়।


ধনীরা সব ধ্বনি হবে,
আর গরিবরা সব গরীব;
বুক বাঁধবে চাষিরা সব,
দেখে ফসল খরিফ।


দালালরা সব বসে আছে
অর্থ নিয়ে হাতে;
কম দামে ফসল কিনে,
আছে আশার মুনাফাতে।


কষ্টের জীবন, কষ্টেই যাবে,
দেখবে নাতো কেউ,
ভোট এলেই ঝাঁপিয়ে পড়বে,
শুনবে আশ্বাসবাণীর ঢেউ।


২১ শেষ ভাদ্র, ১৪২৭,
ইং ০৭/০৯/২০২০,
সোমবার সকাল এগারোটা। ১১২৪, ০৯/০৯/২০২০।