অস্তিত্ব থাকলেই ডাকে সারা দেয়,
কঠিন সংকট আজ ব্রহ্মবাদে;
মানুষের বিপদে পাশে নাই ওরা,
বিশ্বাস ছেড়েছে মানুষ সাধে?


ওরা সম্পদের পাহাড় গড়েছে
মন্দির মসজিদ গির্জা তালা বন্ধ,
মানুষের ক্ষোভে অজানা ঈশ্বর
হয়ে গেছে মুণ্ডহীন গল্পের স্কন্ধ।


দর্শনে আছে দুঃখ, আছে কষ্ট,
জানেনা কোথায় কতদূর অভীষ্ট;
দার্শনিক সত্য খোঁজে আনন্দে,
চিরদিনই থাকে যুক্তিতর্কে নিষ্ঠ।


অন্ধ বিশ্বাস আজ টলোমলো,
একবিংশ শতাব্দীতে গরুর গাড়ির মতো;
দর্শন, বিজ্ঞান, আলো দেয়,
আসে অন্ধকারে  নিয়ে আলোর দিশা যত।


আমরা আলোকিত হতে চাই,
বাস্তবের ছোঁয়া আলোর পথে;
বিকল্প অন্য কোন পথ নাই,
চলতে হবে সত্য সুন্দর রথে।


করোনা শেখায় কঠিন বাস্তবতায়,
দাঁড়ায়ে জীবন মৃত্যুর মুখে;
ব্যথা বেদনা শিখায় আপনারে,
করোনা নিজের বুকে করে।


অবিশ্বাস আর অন্ধকার ব্রহ্মবাদ,
হিমশীতল কালো আঁধারে ঘেরা;
পারে নাই তুলিয়া ধরিতে আজ ও
সেই মিথ্যা ব্রহ্মবাদ এর বেড়া।


২৯ শেষ চৈত্র,১৪২৬,
ইং  ১২/০৪/২০২০,
রবিবার বেলা ১০:৫৭। ৯৭৭, ১৫/০৪/২০২০।