আত্মার মিলনে আত্মীয়তা,
ধর্ম, জাতিতে তা হয় না;
নিয়ম কানুনের বেড়াজালে,
কভু নদীর স্রোত বয় না।


জীবন তরী কোনদিকে যাবে,
আমরা কেউ কি জানি?
সনাতন সেই চিন্তা ধারা,
আমরা মানুষ কি মানি?


তাই ঘটনার পরে অঘটন হয়,
আমরা দুঃখের সাগরে ভাসি;
ক্ষণিকের তরে আনন্দ নিয়ে,
সবাই  দুঃখের হাসি, হাসি।


বিদ্যা বুদ্ধি সবই তো আছে,
তবে চেতনা কোথায় গেল?
সত্যকে ছেড়ে মিথ্যার পথে,
কে চলার নির্দেশ দিল?


আচার বিচার সবই তো দ্বিচার,
ব্যক্তি স্বার্থের পথে চলে;
দেখো স্বার্থ ছাড়া এই জগতে,
কেউ কি কথা বলে?


প্রকৃতি ওই কোটি কোটি বছর,
আজও চলছে আপন পথে,
মানুষ শত বছর আয়ু নিয়ে এসে,
নিয়ম চালায় আপন মতে।


আচার বিচার নাই বুঝি তার,
আমরা ক্ষনিকের সুখে নাচি;
তাই দুঃখ-দৈন্য হবে না শূন্য,
আমরা এমনি ভাবেই বাঁচি।


৮ই পৌষ, ১৪২৭,
ইং ২৪/১২/২০২০,
বৃহস্পতিবার বেলা ১১:৮। ১২০১, ২৫/১২/২০২০ ।