আত্মবিশ্বাস দেয় আশ্বাস
জীবন পথে চলতে;
সত্য ছাড়া মিথ্যা নয়
এবার হবে বলতে।


আমরা সবাই দেখতে পাই
শ্রেষ্ঠ থেকে নিকৃষ্ট;
মিথ্যার ফসল কেমনে পায়
প্রমাণ পার্থ, কেষ্ট।


ভাবো এবার একটু ভাব
সত্য মিথ্যা নিয়ে;
জীবন বড় কঠিন ঠাঁই
কষ্ট মিথ্যা দিয়ে।


সত্য পাবে আনন্দেতে
মিথ্যা দুঃখ দেয়;
চিত্তে চেতন এলে পরে
কেটে যাবে ভয়।


ওই আত্মবিশ্বাস প্রাণের শক্তি
সফলতায় পাবে মুক্তি;
জীবন পূজায় এই বলিদান
তাকেই বলে ভক্তি।


৮ ই আশ্বিন , ১৪২৯'
ইং ২৫/০৯/২০২২,
রবিবার সকাল ৮:৫৪। ১৮০৮, ২৭/০৯/২০২২।