অর্থ বাক্ তাদেরই সাজে,
        যারা অর্থনীতির অর্থ বোঝে;
দেশের অর্থ পথ হারায়,
      নির্বোধদের পাগলামির ঘোরে।


জ্ঞানহীন আর চেতনাহীন ,
                         আছে যত সব;
নিজেদেরকে পন্ডিত ভাবে,
                          করে কলরব।


কাক ডাকে কা কা,
                 শুনতে কর্কশ লাগে;
কোকিল ডাকে কুহু কুহু,
              ওদের যৌবনের রাগে।


সৃষ্টির সাধনায় মত্ত থাকে,
                    ওই সবুজ যৌবন;
মানব জাতির মঙ্গল তরে,
           মানুষকে দেয় উপঢৌকন।


পাপিরা যে পাপ করে,
                      বোঝেনা তো তা;
সুস্থ সমাজ অসুস্থ করে,
                       মাথায় মেরে ঘা।


রক্ত ঝরে ধীরে ধীরে ,
                   ক্রমে চেতন আসে;
সত্য মিথ্যা, ভালো-মন্দ,
              মানুষ বোঝে অবশেষে।


মানবতা আর মনুষ্য বোধ,
                   ওদের আসবে যবে?
ভাইয়ের রক্তে হোলি খেলা,
                           বন্ধ হবে তবে।


৩ রা কার্তিক, ১৪২৬,
ইং  ২১/১০/২০১৯,
সোমবার, বেলা ১:৩০। ৮১৪, ২২/১০/২০১৯।