গান সবাই ভালোবাসি,
কবিতা মুখের হাসি,
গল্প কল্পলোকের কথা কয়,
সুখ দুঃখে প্রাণের ব্যথায়।


অহরহ ওঠে ঝড়,
সৃষ্টি শুধু যেন বর,
নব নব ধারা হেথা বয়;
ব্যক্তি মানসের  সাধনায়।


কাননে ফোটে ফুল,
প্রিয়সীর কানের দুল,
পরাণে দোল দিয়ে যায়;
তাঁরে কাছে পেতে চায়,
মনের আকুল কামনায়,
মন প্রাণ হবে বুঝি প্রেমময়।


প্রেমের দাক্ষিণ্যের জোরে,
মানুষ থাকে ঘোরে,
অকল্প ও কল্পনায় আসে;
অরূপের মোহ রূপ,
অজান্তেই জ্বালে ধুপ,
আবেগে হৃদয় ওঠে ভেসে।


ভাবোচ্ছাসে সব সৃষ্টি,
ক্ষণিকেই নামে বৃষ্টি,
দেখে সবাই অবাক হয়ে;
মনের আনন্দ গান,
সবই আবেগের দান,
প্রকৃতি এনেছে জগতে বয়ে।


পরম প্রকৃতি পুরুষ,
মানুষের থাকেনা হুশ,
আগুন নিয়ে খেলা করে;
তাপের দহন জ্বালায়
যখন ঝলসে যায়,
তখনই সে চেতনায় ফেরে।


১৫ ই চৈত্র, ১৪২৬,
ইং ২৯/০৩/২০২০,
রবিবার সকাল ৮টা। ৯৬৬, ০৪/০৪/২০২০।