আয় ছুটে আয়, আয়রে তোরা,  
           থাকবি কেন দূরে?
এবার বিশ্ব সভায় ডাক এসেছে,
           যেতেই হবে ওরে।


মায়ের ছেলে ভয় পেলে তো-
            চলবে নারে আর;
মুক্তির আলো আনবি বয়ে-
           আপন করবি পর।


নবীন তারা, নবীন সূর্য,
ভোরের আলো বাজায় তুর্য,    
        শান্তির গেহ গড়তে হলে ,
         আপন পর ভুলতে হবে।      


আমরা সবাই থাকব সুখে,
         শান্তি দাণী ধরার বুকে;
জগৎ জুড়ে সেই শপথে,
ঝড় হাওয়ার ঘূর্নি ঝড়ে,
           কাঁপিয়ে দে ধরাটাকে।


২রা শ্রাবন, ১৪২৪,
ইং ১৮/০৭/২০১৭,