কোথায় মিলবে আলোর চাবি,
কি ভাবে তাঁর ভাবনা ভাবি,
             বুঝতে পারি না;
মুহম্মদ, বুদ্ধ, যীশু, হয়নি পিছু,
তাঁরা প্রমান স্বরূপ পায়নি কিছু,
যাবার বেলায় সঠিক কথা-
              বলে গেল না।
কৃষ্ণ নামে, হরি নামে,
নানান ভাবে গুরুর ধামে,
        কষ্ট করে খুঁজে তাঁরে;
পাহাড়, পর্ব্বত, কঠিন জঙ্গল,
কোথাও পাওয়া যায়নি মঙ্গল,
          ঐ সবার সূত্র ধরে।
      
অন্ধকারকে বিশ্বাস করে,
জীব জগৎ মরছে ঘুরে,
    তবু চেতনার দ্বার খুলল না;
লক্ষ, কোটি বছর এমনি গেল,
শুধুই মিথ্যার পিছে ছুটতে হলো,
  আজও আলোর দিশা মিললো না।  


১৭ই মাঘ, ১৪২৪,
ইং ৩১/০১/২০১৮,
বুধবার, ভোর ৬টা।