সবুজে মিশিয়া বুঝি জেগেছে যৌবন,
তাই আনন্দে উদ্ভাসিত আজ মৌ-বন।
মৌমাছি প্রজাপতি ফুলে ফুলে ঘোরে,
মধুর অভাব তবু আজ দোরে দোরে।
ফুল বুঝি মধু শূন্য কৃত্তিমতায় ভরা,
জগৎ জুড়িয়া দেখি তাই কঠিন জরা।
দিশাহীন জীবজগৎ আলোহীন ধরা,
মানুষকে মনুষ্যত্বহীন করিছে শাসকেরা।
তবুও বাঁচার লড়াই লড়িতেই হবে,
ছোট থেকে বড়, পার নাহি পাবে।
অভিজ্ঞরা দেবে দিশা পথে আলো জ্বেলে
তবেই যদি সত্যি কারের সেই মুক্তি মেলে।


১০ ই মাঘ, ১৪২৬,
ইং ২৫/০১/২০২০,
শনিবার বিকেল ৩:৪৫। ৯০৮, ০৬/০২/২০২০।