বড়দিন আজ প্রেমের দিন ,
মত-পথ সব একাকার হয়
মানুষের এই মিলন মেলায়।


হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান,
কে কারে বিভেদ করে ওরে প্রাণ?
ভালোর আবেগে মুক্ত হৃদ আসন।


পুরাতনের শেষে জাগে অভিলাষ,
বাঞ্ছিতকে যেন না করি পরিহাস,
নতুনের কাছে চাই সেই আশ্বাস।


জাতপাত ধর্ম বর্ণ মিলেমিশে একাকার
মনুষ্যত্ব আর মানবতা নিয়েছে হেথায় ভার,
বল মানুষ আমরা এই ধরায় কে কার?


৮ই পৌষ ১৪২৬,
ইং ২৫/১২/২০১৯
বুধবার, ভোর ৭টা। ৮৭০, ২৬/১২/২০১৯।