হেথা কেহ কেহ বলে বেঁচোনা অতীতে, না বেঁচো ভবিষ্যতে,  
         বাঁচতে হবে বর্তমানে;
কেহ বলে আরশোলা ও বেঁচে আছে অন্ধকারে মুখ লুকায়ে,
         এই কি বাঁচার মানে?


নিজ দেশে পরবাসী আমরা সবাই হয়ে আছি চক্ষু বুজে,
         কিংবা চোখে ঠুলি পরে;
দেশের জনগণ জানেই না সত্য স্বাধীনতার প্রকৃত তত্ত্ব,
         কেমনে জানিব, কেমন করে?


সেই তত্ত্ব জানার অধিকার এই দেশে আছে যে সবার,
         তত্ত্ব জ্ঞান না করিলে আহরণ;
সকল প্রাকৃতিক সত্য এবং তথ্যের তত্ত্ব রইবে অজানা,
         জানতে তাহা নাই তো মানা।


ভালোর মুখোশ পড়ে, এ দেশে যারা বেড়ায় ঘুরে,
         নয় দেবতা পিশাচ তারা;
জনগণকে অন্ধকারে রেখে শুধু নিজেদের স্বার্থ দেখে,
         বলতে পারো এরা কারা?


   বাঁচতে হবে অতীতে, বাঁচতে হবে ভবিষ্যতে,
          কেবল মাত্র বর্তমানে নয়;
    তবেই মোরা বেঁচে রবো স্মৃতির পাতায়,
       হারিয়ে যাওয়ার থাকবেনা ভয়।


২৩শে ভাদ্র, ১৪২৫,
ইং ০৯/০৯/২০১৮,
রবিবার ভোর ৬টা। 583 dtd 15/09/2018.