বঞ্চিত সঞ্চিত করে, ক্ষোভের আগুন,
তাহাই জ্বলন্ত হয়, আসিলে ফাগুন।
অত্যাচারী, বেভিচারি, বোঝেনা তো তাহা,
আগুনেতে ঘৃতাহুতি, দেয় শুধু আহা!
জানেনা বিপদ তার, এসে গেছে কাছে,
ক্ষোভের আগুনে জ্বলে, কিভাবে সে বাঁচে?
পরধন লোভে মত্ত, থাকে না যে হুশ,
এমন আচার করে, হয়েই বেহুশ।


অত্যাচারে অত্যাচারে, যারা কষ্ট পেল,
নিখাদ হয়েই তাঁরা, স্বরূপ চিনিলো।
আলোহীন অন্ধকার, কত কষ্ট দেয়,
বিদ্রোহের কোলাহল, মনকে জাগায়।
প্রতিজ্ঞা মনেতে আসে, করো কিংবা মরো,
অত্যাচারী শেষ হোক, অস্ত্র হাতে ধরো।


২৭ শে ভাদ্র,১৪২৭,
ইং ১৩/০৯/২০২০,
রবিবার সকাল দশটা। ১১৩৪, ১৯/০৯/২০২০।