পশুদের অত্যাচারে পথে-ঘাটে
      দেখি মা-বোনেরা আজ দিশেহারা;
আহা-উহা ছাড়া কি, করি কিছু মোরা?
       তাঁদের সহায় বল হবে তবে কারা?


পশুর পাশবিকতা কে করিবে রোধ?
মানুষের যদি না থাকে
মূল্যবান মানবতা আর মনুষ্যত্ব বোধ।


ওরা নয় মায়ের সন্তান ,
              বুঝি ওরা ভুঁইফোড়;
কালো চশমা পড়ে দেশের শাসক
         তাই করে না তো জোর।


ধর্মীয় মৌলবাদী মাকে ঘৃণা করে,
তবু সেই মা তাকে নিজ কোলে ধরে।
জাগো তুমি মা, বল আর বার,
এই পশুরূপী সন্তান নয় যে তোমার।


শাণিত তরবারি ধরো নিজ হাতে,
পশুদের শেষ করো তুমি রাতে রাতে।
প্রকৃতিকে বাঁচাও তুমি নিজে হাতে করে
বাঁচুক প্রকৃতি ও পুরুষ জীবনকে ধরে।


১০ ই ফাল্গুন, ১৪২৬,
ইং  ২৩/০২/২০২০,
রবিবার, বিকেল ৫টা। ৯৩৪, ০৩/০৩/২০২০।