বন্ধন অর্থ কারারুদ্ধ নয়,
তাতো মানুষের মনের ভয়,
         এ যে মুক্তিরূপী অনুশাসন;
মুক্ত উলঙ্গ নয়, নয় শোষণ,
এ যে ঐ ব্যক্তি মনের দূষন,
        মনের লজ্জানিবারনের বসন।


হাতের কড়া, পায়ের বেড়ী,
ছিঁড়তে হবে তাড়াতাড়ি,
             মুক্তির সাধ পেতে;
আর অন্ধত্বে ভাসে বানে,
চেতনায় মুক্তি আনে,
          মনের স্বাধীনতার টানে।


মুক্ত হাওয়ায়, মুক্ত আলোয়,
নতুন ফুল ফুটুক ধরায়,
          সৌন্দর্য্যের রূপরস লয়ে;
সৌরভের গৌরবে ভরুক ধরা,
দূর হউক সব মনের জরা,
          মুক্ত শান্তি আনুক বয়ে।


মুক্তির অর্থ নয় রে স্বৈরাচার,
ওরে স্বাধীন চিত্ত তোমার আমার,
        যেমন খুশি ভাবতে চাইনা;
ঐ অন্ধকারে আলো জ্বেলে,
সবাই হাতে হাত মিলিয়ে,
      পথের বাঁধা ভাঙ্গতে পারি না?


সুখ, দুঃখ, বন্ধন, মুক্তি,
কষ্টের মাঝে শান্তির যুক্তি,
        ধীরে ধীরে উঠুক মনে গড়ে;
চেতনার ঐ আলোর ধারা,
বন্ধন মাঝে আনবো মোরা,
      ঝড় হাওয়ায় আঁধার যাবে উড়ে।


স্বৈরাচারের শিকল ছিঁড়ে,
তারেই মোরা বাঁধব ধীরে,
       কারারুদ্ধ করবো ঐ স্বৈরাচারে;
নতুন তারে বাঁধবো গান,
বন্ধন হবে মুক্তির প্রাণ,
       আত্মায় আত্মায় বন্ধনের জোরে।


১৬ই পৌষ, ১৪২৪,
ইং ০১/০১/২০১৮,
সোমবার, বিকাল ৩.৫০।