বন্ধুরা সব থাকে প্রাণের কাছে,
তাই যখন যারে মনে পড়ে;
তুমি আমি আমরা সবাই,
চলার পথে একই গান গাই,
সেই গানেতে লজ্জা নাই।


ভাবনার জগত ভাসিয়ে দেয়,
মননের সেই জোয়ার দিয়ে;
ভালো মন্দ সব ভেসে যায়,
আকুল প্রাণের ছোঁয়া নিয়ে।


কেউ মালা গাঁথে নানান ফুলে,
ফুলের রঙে থাকে ভুলে;
কেউ মজে থাকে একই ফুলে,
এমনি ভাবেই জীবন চলে।


এই জীবনের দোষটা কোথায়?
ভাবতে ভাবতে সবই হারায়;
জীবনের ভালো মন্দ সব মিলিয়ে,
শেষে এসে কোথায় দাঁড়ায়?


বন্ধু যে জন বন্ধুই রবে,
জীবনের এই চলার পথে;
আপন-মনে যাও না বেয়ে,
ওই ময়ূরপঙ্খী তরীর নেয়ে।


২২ শেষ আষাঢ়, ১৪২৭,
ইং  ০৭/০৭/২০২০,
সোমবার বেলা ১১:০৫। ১০৮০, ২৭/০৭/২০২০।