নয় শুধুই সুখের দিনের ফাঁকে,
যারা দুঃখে-কষ্টে পাশে থাকে,
             তাদেরকেই বন্ধু বলে জানি;
তপ্ত দিনে শীতল পরশ আনি,
হিমশীতলে উষ্ণ ছোঁয়া দানি,
ধন্য করে মানবাত্মা-
          তাদেরকেই আপন বলে মানি।


কঠিন জীবন সহজ করে,
নিজের অঙ্গ দিয়ে সঙ্গে থাকে,
         তাই বলি  আত্মার আত্মা তিনি;
রক্ত দিয়ে শক্ত করে,
মিত্রের ভিত ভক্তি ভরে,
           পরম আত্মা তারাই হয় জানি।


দুঃখের দিনে সুখের কথা,
তারাই জানে প্রাণের ব্যথা,
                       মাথার পরে ছাতা ধরে;
আয় না বন্ধু, আয় না কাছে,
তবেই তো পরাণ বাঁচে,
                   পরকে নাও আপন করে।


আত্ম দর্শন সে তো পুনর্বাসন,
বলে-জন্ম-জন্মান্তরের সাধনা,
যারা পরহিতে জীবন দেন,
আত্মসুখ শুধু তারাই পান,
                   বন্ধুর বাঁধনে বাঁধে তারা।


সুখো চিন্তা মুক্ত ভাবনা,
এই জগতে যে ভাবে না,
আত্ম সুখে তৃপ্ত হলে,
সে আপনদেরও পর বলে,
                 তার দুঃখ আর যাবে না।


বন্ধু তুমি বান্ধব মোর,
প্রাণে প্রাণে বাঁধা ডোর,
                এ জীবনে ছাড়া যাবে না;
দুঃখের দিনে সুখ ছেড়ে,
পাশে থেকেই লড়বো ওরে,
    এ লড়াই কাউকে ভুলতে দেব না।


৯ই মাঘ, ১৪২৫,
ইং ২৪/০১/২০১৯,
বৃহস্পতিবার, ভোর ৬টা।  ৬৭৩ তাং ১০/০১/২০১৯।