সম্মুখে যেন দেখতে পাই ঋজু দেহধারী,
সুদীপ্ত আলোয় উদ্ভাসিত দেহখানি তারই।


উদ্দীপ্ত কণ্ঠস্বর আহা কি মনোহর,
       আজও শুনি সেই স্বর্গীয় বাণী;
হৃদয়ের অন্তস্থল করে শুধু ঝলমল,
        চিত্ত মোর কাছে নেয় টানি।


বাংলার ভাগ্যাকাশে চিরদিন,
         উজ্জল হয়ে রবে তাঁর নাম;
বাঙালীর জাতির পিতা,
         প্রিয় শেখ মুজিবর রহমান।


মৃত্যু ভয়, রক্ত ক্ষয়, কোন ভয়,  
     পারেনি টলাতে নৃশংস টিক্কা খান,
অপরাজেয় আমাদের প্রিয় নেতা,
  আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব্র রহমান।


মাষ্টারদা, বিনয়, বাদল, দীনেশ,
আর নেতাজীর সুভাষের উত্তরসূরি,
            রেখেছে বাংলার মান;
সেই বীর যোদ্ধা, জাতীর পিতা,
            শেখ মুজিবর রহমান।


লক্ষ লক্ষ ভাইবোন মোরা ছিলাম,
             প্রিয় বঙ্গবদ্ধুর সাথে;
নিয়ে ছিলাম শপথ রক্তের বিনিময়ে,
শস্যশ্যামলা সবুজের মাঝে,
রক্ত রবির জীবন্ত প্রতীক-
          এঁকে দেবো মায়ের হাতে।


মোরা রক্ত দিয়েছি, শৃঙ্খল ভেঙ্গেছি,
        আমরা রেখেছি মায়ের মান;  
বাঙালীর নেতা, বাঙালীর ছেলে,
       বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।


২৪শে পৌষ, ১৪২৪,
ইং ০৯/০১/২০১৮,
মঙ্গলবার, সকাল ৮টা।