বয়স তোমার যতই হোক না কেন,
        বন্ধুর কাছে বন্ধুই রবে;
এসে এই অস্ত বেলায় আমরা দেখি,
         কোন পরিবর্তন হয়েছে কি?


সন্তান মায়ের কাছে ছোট্ট শিশু,
      শত বছরের সন্তান তাঁর;
শৈশব, কৈশোরের বন্ধুর কাছে,
         বলো বয়স বেড়েছে কার?


সেই অতীত দেখি বর্তমানে,
        আসে আনন্দ বয়ে নিয়ে;
সুখ-দুখের সেই ঘটনাগুলো,
        আনন্দ দেয় রয়ে সয়ে।


এতদিনে পার করে এলে যারে,
         সে তোমারে ছাড়বে নারে;
আছে আত্মায় আত্মায় মিলেমিশে,
         বুকে বুকে জড়িয়ে ধরে।


সেই অতীতের দুঃখ, বর্তমানের সুখ,
        অনুভবে পাই ওই তাহারে;
হারিয়ে ও যে, হারায় না সে,
       থাকে বসন্তময় হৃদয় জুড়ে।


দেখি অস্ত বেলায় প্রভাতে রবি,
        নতুন রঙে সুশোভিত;
রক্তিম রাগে সাজিয়ে তোলে,
        প্রাণ করে দেয় সচকিত।


৩ রা অগ্রহায়ণ, ১৪২৭,
ইং ১৯/১১/২০২০,
বৃহস্পতিবার সকাল ৮টা। ১১৯৬, ২০/১১/২০২০।