বাসনা পোড়াও বেলা বয়ে যায়,
জীবন সাগরে ঢেউয়ের দোলায়;
আজ নতুনের হাতে সব দিতে হবে,
মুক্ত হবো- আর রাখিব না দায়।


যেতে হবে ছেড়ে, কেন দুহাত বাড়ায়ে-
   রেখেছিস ধরে আপন করে?
ঐ মোহমায়ার জাল, কেটে গেছে তাল,  
   ওরে- ছেড়ে দে-রে তাঁরে।
      আর রাখিস না ধরে।।  
  
৩রা বৈশাখ, ১৪২৫,
ইং ১৭/০৪/২০১৮,
মঙ্গলবার, সকাল ৭টা। ৪৫৭ তাং২৯/০৪/২০১৮।