জন্মে ভালোবাসা আর মৃত্যুতে ভালোবাসা,
মাঝের পথটুকু শুধুই যাওয়া আসা।
পার্থক্য মানুষ আর মানবতায়,
মানুষ - মানুষ হতে পারে কেবলই চেতনায়।


যে তোমারে ভালোবাসে,
যেও না তারে ছেড়ে অন্যের আশে।
শত প্রলোভন হয়তো রবে,
এই সময় চলে গেলে আর তারে জীবনে নাহি পাবে।
শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তাই,
এই জীবনে যতই ভাব এর বিকল্প নাই।


কল্পলোকে যতই ঘোরো আসতে হবে ফিরে,
বাস্তবতাই পথ দেখাবে আমায় তোমায় একটু একটু করে।
সনাতন প্রকৃতিকে পারিনা ছাড়িতে,
শত্রু, মিত্র, দাঁড়ায়ে থাকে একই দাঁড়িতে।
জীবনের পরম সত্য জীবনেই আছে,
সবকিছু যায় পাওয়া খুঁজলে জীবনের কাছে।


৫ ই বৈশাখ, ১৪২৭,
ইং ১৮/০৪/২০২০,
শনিবার সকাল ৯টা। ৯৮১, ১৯/০৪/২০২০।