আমার বাউল মনের, বাউলি জীবন পথে,  
হৃদয় রূপী একতারাটা তাই তো আমার সাথে।  
ধূলি-ধুসর পথের পরে আমার দেহ লুটিয়ে পরে,
সুরের তালে এই অমূল্য প্রাণ যাবে চলে সময় এলে।  
কোথায় রবে চাওয়া পাওয়া?
কোথায় রবে দেওয়া নেওয়া?
কাছের মানুষ সব ফেলে ওই একতারাতে সুরটি তুলে
ভাসবো আমি সাগর জলে অজানা সেই ভেলায় করে।
কেউ যাবেনা আমার সাথে, একাই মোরে যেতে হবে,
ভালবাসার জগৎছেড়ে বহু দূরে।
বাউল-মন, বাউল-প্রাণ, চলছে ছুটে সমুখ পানে,
ঢেউ তুলে সেই একতারারই গানে গানে।  


৩০শে ভাদ্র ১৪২৫,
ইং ১৬/০৯/২০১৮,
রবিবার বিকেল ৬.১৫মিঃ। ৫৮৫ তাং ১৭/০৯/২০১৮।