বাউলরে তোর মাদল বাজে,
             সঙ্গে ঘুঙুর চাই;
একতারাতে সুর বেঁধেছিস,
          কোথায় তোরে পাই?


পথে পথে ঘুরে ফিরিস,
          কাঁধে নিয়ে ঝোলা;
নদীর পারে বনের ধারে,
          প্রাণের সুর তোলা।


সব হারায়ে আকাশ তলে,
          কুঁড়ে ঘরটি তোর;
একা একা নদীর পারে,
         দেখিস রঙ্গিন ভোর।


জীবন নদীর কত কথা,
         মনের খাতায় তোলা;
সুরের মায়ায় জাল বোনা,
            ওরে আত্মভোলা।


বাউলরে তোর সুরের যাদু,
            পাগল করে মন;
একতারার ঐ সুরের মায়া,
     অন্তরে মোর বাজে অনুক্ষণ।


১১ই ফাল্গুন, ১৪২৪,
২৪শে ফেব্রুয়ারি, ২০১৮,
শনিবার, রাত ৮টা।