দুশ টাকায় গেরুয়া আবির,
কুড়ি টাকায় নীল,
বিনে পয়সায় লাল মেলে,
যদি থাকে দিল।


বিনামূল্যে লাল মেলে,
ভালোবাসার টানে;
সবুজ আবির ভেসে যায়,
মূল্যহীন এর বাণে।


গেরুয়া যে বাজার দেখে,
কর্পোরেট দের ধরে;
বড়লোকের বড় ভাবনা,
তাই দুশ টাকায় মেলে।


১০ই জ্যৈষ্ঠ, ১৪২৬,
ইং ২৫/০৫/২০১৯,
শনিবার, সকাল ৯টা। ৭০৩ ইং ২৬/০৫/২০১৯।