লেখাপড়া করছে যারা
তাঁরাই আজ বেকার;
চোর গুন্ডা বদমাশ যত
হলো সবাই স্বকার।


জ্ঞানী-গুণীর মূল্য নাইরে
ওই প্রশাসনের কাছে ;
শিক্ষিত এই মানুষগুলোর
যে বিবেকবোধ আছে।


ওই তোলাবাজি, দালালবাজি
করবে না যে ওরা;
দেশের মঙ্গল, জনগণের মঙ্গল
চায় যে শুধু তারা।


নির্ভীক প্রতিবাদী কণ্ঠ তাঁদের
তাই নিয়োগে সংশয়;
ওই নির্বোধদের ভয় দেখিয়ে
কাছে টানা যায়।


নিজের স্বার্থ, দেশের স্বার্থ
দিয়ে জলাঞ্জলি;
শাসক-শোষকদের সাথে ওরা
করে ঢলা-ঢলি।


ওই জ্ঞানীগুণী আছে যারা
আজ নিরব কেন তারা?
নিজের স্বার্থে তারাও কি আজ
ছোটায় আপন ঘোড়া?


আর বামপন্থী ডানপন্থী সবই
কি এক হলো?
মনের কথা প্রাণের ব্যথা
মিলে মিশে গেল?


২৭ শে আশ্বিন, ১৪২৮,
ইং ১৪/১০/২০২১,
বৃহস্পতিবার রাত ১০:২৫। ১৪৭০, ১৫/১০/২০২১।