উঠুক জাগিয়া নুতন জাতি বাঙালি,
আমরা নই হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান,
মোদের কৃষ্টি মোদের চেতনা মোদের ধর্ম এক,
হিংসার ধর্ম, বিভেদের  ধর্ম, ধ্বংস হয়ে যাক।


যে ধর্ম ভাইয়ে ভাইয়ে বিভেদ সৃষ্টি করে,
হিংসায় উন্মত্ত দিশেহারা তারা মারামারি করে মরে।
যে দেশে ছিল নিতাই গৌর, লালনের মত লোক,
তাদেরই উত্তরসূরি হয়ে, আমরা কেন করি এতো শোক?


জাগো বন্ধু জাগিয়া উঠো অচেতন হতে চেতনায়,
অন্ধ সংস্কার, বন্ধ খাঁচা, ভুলে যাও মননে ও মানবতায়।
বাঙালিরাই পারে গড়িতে নতুন ধর্ম, চেতনার আলোকে,
রক্ত দিয়ে,জীবন দিয়ে,বাঁচিয়েছে মানুষের মাতৃভাষাকে।


আমরাই পারি হিংসা-দ্বেষ ভুলে শান্তির বারতা দিতে,
সকল দোষত্রুটি ভুলে,ঐ পরকে আপন করে নিতে।
এই অশান্ত ধরাকে শান্ত করিতে বাঙালি ধর্ম দিয়া,
বাঙালির আছে ধৈর্য, তিতিক্ষা আর আছে একটা হিয়া।


জাগো বাঙালি জাগো আরবার আনিতে নুতন যুগ
লালন-গৌরাঙ্গের রেনেসাঁ আসুক জ্বলুক সুগন্ধি ধূপ।
অক্ষয় হবে বাঙালি জাতি এবং তাহার ভাতি,
নতুন সূর্য উঠবে ধরায় কেটে যাবে অমানিশার রাতি।


২৯ শে জ্যৈষ্ঠ,১৪২৬,
ইং ১৩/০৬/২০১৯,
বৃহস্পতিবার, বেলা ১২.৩০। ৭১৪ তাং ১৪/০৬/২০১৯।