কে ভালো? কে মন্দ? তা নিয়ে কিছু বলার নাই।
আমি শুধু বলতে চাই- যে দেশকে ভালোবেসে
রক্ত দিয়ে দেশের জনগণের মুক্তির স্বপ্ন
দেখেছে তার তুলনা কোথাও নাই। ব্যক্তি স্বার্থ
আর গোষ্ঠী মুনাফা নিয়ে যারা ব্যস্ত ঘৃণ্য তারা,
পাবে না কোথাও ঠাই। চেতন চিত্তে জনগণ
বিচার করবে কে দিয়েছে অধিকার আর
কেই-বা করেছে অত্যাচার, নেবে জনগণ সেই
কঠিন মীমাংসার ভার। সময় এসেছে বন্ধু
ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে সব;
তবেই মুক্তি পাবে জনগণ, দেশ, জাতি, আজ
সবার কণ্ঠে উঠুক সেই কলরব। জগৎ দেখুক
তাকায়ে বিস্ময়ে, বাঙালি জিতেছে রক্তের
বিনিময়ে। হারায় নি তারা বিচার শক্তি আনন্দ
উচ্ছ্বাসে, আছে তারা বেঁচে মুক্তির বিশ্বাসে।
বিশ্বকে দিয়েছে মুক্তির গান, সবার মাতৃভাষা
আজ পেয়েছে প্রাণ। সবুজ ধরিত্রী মায়ের
কোলে ছিলাম না মোরা কাঙালি, চিনেছে
বিশ্ব, সেই জাতি আর কোন জাতি নয়, সে
জাতির নাম বাঙালি। বিবেক দিয়েছে প্রেরণা
তাদের, রক্ত দিয়েছে শক্তি, আত্মদানের মাঝে
বিশ্বকে শিখিয়েছে কাকে বলে মাতৃভক্তি।


২৩ শে কার্তিক, ১৪২৫,
ইং ১০/১১/২০১৮,
শনিবার, সকাল ১০টা।৬২৯তাং ১০/১১/২০১৮।